Saturday, September 15, 2018

ইমাম আবু হানিফা (র) জীবনী

"ইমামে আযম আবূ হানিফা (রহঃ)-এর সম্পর্কে রসূল (সঃ)-এর ভবিষ্যদ্বাণী"

হযরত আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

لوکان الدین عند الثریا لذھب بہ رجل من فارس

“দ্বীন ও ধর্মের জ্ঞান আহরণ করা মানুষের পক্ষে যদি এতো কষ্টসাধ্য হয়ে পড়ে যে, আকাশের দুর্গম প্রান্ত বা সুরাইয়্যা তারকায় যেয়ে বিলুপ্ত হয়, তবুও পারস্যের এক ব্যক্তি সেখান থেকে দ্বীন আহরণ করতে সক্ষম হবে।”

[বুখারী, পৃ.৬/৩৭০ হাদীস নং ৪৮৯৭, মুসলিম ৪/১৯৭২,হা.নং-২৫৪৬]

রাসুলুল্লাহ (সাঃ) উপরোক্ত হাদীসে যে পারস্য ব্যক্তির অসাধারণ কৃতিত্বের সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী করেছেন, বিশেষজ্ঞ উলামাদের মতে , বিশেষ করে ইমাম সুয়ূতী, ইমাম ইবনে হাজার মক্কী ও শাহ ওয়ালী উল্লাহ দেহলভী (রহঃ) প্রমুখের গবেষণার আলোকে সে সুসংবাদপ্রাপ্ত পারস্য ব্যক্তি হলেন ইমাম আবু হানীফা (রহঃ)।

কেননা পারস্য বা অনারবে ইমাম আবু হানীফাই ইতিহাসের একমাত্র প্রথিতযশা ও ক্ষণজন্মা ব্যক্তি যিনি ইলম-প্রজ্ঞা ও ইজতিহাদ-গবেষণায় এ চরম উৎকর্ষতা অর্জন করেছিলেন।

[তাবয়ীযুছ ছাহীফা, ২০-২১, আল-খাইরাতুল হিসান-২৯ উকুদুয যামান-৪৫]

ইমামে আযম আবু হানীফা (রহঃ) ছিলেন যুগের সবচেয়ে বড় মুজতাহিদ ও ফকীহ"

★ ইমাম আবু হানীফা (রহঃ) ছিলেন তাঁর যুগের সবচেয়ে বড় মুজতাহিদ ও ফকীহ। ইমাম শাফেয়ী (রহঃ)-এর একথা তো খুবই প্রসিদ্ধ যে,

   الناس في الفقه عيال على أبي حنيفة

ফিকহের ক্ষেত্রে সকল মানুষ ইমাম আবু হানীফার পরিবারতুল্য।
.
অর্থাৎ পরিবারের লোকজন যেমন কর্তার মুখাপেক্ষী, তেমনি ফিকহের ক্ষেত্রে মানুষ ইমাম আবু হানীফার মুখাপেক্ষী। ইমাম শাফেয়ী একথাও বলেছেন যে,

من أراد أن يتبحر في الفقه فهو عيال على أبي حنيفة وكان أبو حنيفة ممن وفق له الفقه

ফিকহের ক্ষেত্রে যে ব্যক্তি পান্ডিত্য অর্জন করতে চাইবে, সেই আবু হানীফার মুখাপেক্ষী হবে। আবু হানীফাকে ফিকহের জ্ঞান বিশেষভাবে দান করা হয়েছিল। (ওয়াফায়াতুল আ’য়ান)
.
👉প্রখ্যাত হাফেজে হাদীস ইয়াযীদ ইবনে হারুন বলেছেন,

أدركت ألف رجل من الفقهاء وكتبت عن أكثرهم ما رأيت فيهم أفقه وألا أورع ولا أعلم من خمسة : أولهم أبو حنيفة

আমি এক হাজার ফকীহর দেখা পেয়েছি। এবং তাদের অধিকাংশের ইলম লিপিবদ্ধ করেছি। তাদের মধ্যে পাঁচজনের চেয়ে বড় ফকীহ পরহেযগার ও সহনশীল কাউকে পাই নি। তাদের প্রথম হলেন আবু হানীফা। (ইবনে আবুল আওয়াম, ফাযাইল, নং ৩৮)
.
👉অপর এক বর্ণনায় আছে, ইয়াযীদ ইবনে হারুনকে জিজ্ঞেস করা হলো,

  من أفقه من رأيت؟ قال أبو حنيفة
আপনি যাদের পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় ফকীহ কে? তিনি বললেন, আবু হানীফা। (প্রাগুক্ত, নং ১০৯)
.
👉প্রসিদ্ধ ফকীহ ও মুহাদ্দিস আবু বকর ইবনে আইয়াশ বলেছেন,

كان النعمان بن ثابت فهما من أفقه أهل زمانه
নুমান ইবনে ছাবিত (আবু হানীফা) অত্যন্ত সমঝদার ও যুগের অন্যতম ফকীহ ছিলেন। (প্রাগুক্ত, নং ১০৩)
.
👉আবু আসিম আন নাবীল বলেছেন,

         أبو حنيفة عندي أفقه من سفيان

আমার দৃষ্টিতে আবু হানীফা সুফিয়ানের চেয়ে বড় ফকীহ ছিলেন। (প্রাগুক্ত, নং ১০৯)
.
★ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক (রহঃ) বলেন- “আমি কুফায় প্রবেশ করতঃ সেখানকার তদানীন্তন বিজ্ঞ উলামাগণকে জিজ্ঞেস করি,
.
- 'তোমাদের এ শহরে সর্বাপেক্ষা বড় আলিম কে?'
- সবাই ঐক্যমতে উত্তর দেয়, 'ইমাম আবু হানীফা (রহঃ)।'
.
- অতঃপর জিজ্ঞেস করি, 'সর্বাপেক্ষা খোদাভীরু কে?'
- সবাই বলে, 'ইমাম আবু হানীফা (রহঃ)।'
.
- আমি বলি, 'আধ্যাত্মিকতায় কে সর্বশ্রেষ্ঠ?'
- সবাই বলে, 'ইমাম আবু হানীফা (রহঃ)।'
.
- আমি জিজ্ঞেস করি, 'কে সর্বাপেক্ষা পরহেজগার?'
- সবাই বলে, 'ইমাম আবু হানীফা (রহঃ)।'
.
- আমি জিজ্ঞেস করি, 'কে সর্বাপেক্ষা ইবাদতকারী ও ধর্মীয় ইলম নিয়ে ব্যস্ত?'
- সবাই বলে, 'ইমাম আবু হানীফা (রহঃ)।'
.
মোটকথা, এমন কোন ভাল গুণ সম্বন্ধে জিজ্ঞেস করি নি , যে ব্যাপারে সবাই বলেনি যে, আমরা ইমাম আবু হানীফা (রহঃ)-এর থেকে শ্রেষ্ঠ কাউকে জানি না।

[ আল-মিযানুল কুবরা, ১/৮৭ তারীখে বাগদাদ, ১৩/৩৫৮]
.
👉আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) বলেছেন,

إن كان لأحد من هذه الأمة أن يقول بالرأي فهو لأبي حنيفة
"এ উম্মতের কারো যদি মতামত দেয়ার অধিকার থাকে তবে তা আবু হানীফার রয়েছে।" (প্রাগুক্ত, নং ১১৬)
.
👉আহমদ ইবনে হারব (রহঃ) বলেছেন,

كان أبو حنيفة في العلماء كالخليفة في الأمراء
"আমীর-উমারাদের মধ্যে খলীফার যে মর্যাদা, আলেমগণের মধ্যে আবু হানীফারও তেমনি মর্যাদা।" (প্রাগুক্ত, নং ১১৫)
.
👉ইমাম আবু ইউসুফ (রহঃ) বলেছেন,

ما رأيت أحدا أعلم بتفسير الحديث من أبي حنيفة

"হাদীসের মর্ম সম্পর্কে ইমাম আবু হানীফার চেয়ে বড় জ্ঞানী কাউকে আমি দেখি নি।" (প্রাগুক্ত, নং ১২১)
.
👉আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) বলেছেন,

لا تقولوا رأي أبي حنيفة ولكن قولوا تفسير الحديث

"তোমরা বলো না আবু হানীফার মত, বরং বলো এটা হাদীসের মর্ম ও ব্যাখ্যা।" (প্রাগুক্ত, নং ১৫০)

👉প্রসিদ্ধ হাফেজে হাদীস ঈসা ইবনে ইউনুসও বলেছেন,

والله ما رأيت أفضل منه ولا أورع منه ولا أفقه منه

"আল্লাহর কসম! আবু হানীফার চেয়ে উত্তম, তার চেয়ে বড় পরহেযগার ও তার চেয়ে বড় ফকীহ কাউকে আমি দেখি নি।" (ইবনে আব্দুল বার, আল ইনতিকা, পৃ. ২১২)
.
সুবহানআল্লাহ! আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উচ্চ মর্জাদায় সম্মানীত করুন। আমিন।।

No comments:

Post a Comment